Coastal Development Partnership

Promoting Peace and Progress

Coastal Bangladesh, public private partnership, NGo in Bangladesh, CDP bd, Coastal, Coastal Development Partnership

Tutu Memorial Art Competition 2015

টুটু স্মৃতি চিত্রাংকন প্রতিযোগীতা-২০১৫ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র প্রতিষ্ঠাতা প্রয়াত আশরাফ-উল-আলম টুটু’র অকাল প্রয়ানের পর থেকে প্রতি বছরই তার মৃত্যু বার্ষিকী পালন করে আসছে। ২০১১ সাল থেকে এই দিবসটি উপলক্ষ্যে সিডিপি প্রতি বছরই নিয়মিত টুটু স্মৃতি চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়াত আশরাফ-উল-আলম টুটু’র বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানাতে ভবিষ্যতে বৃহত পরিসরে চিত্রাংকন প্রতিযোগীতার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আশা প্রকাশ করা হচ্ছে। আশা করা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এর মাধ্যমে টুটু’র পরিবেশ বিষয়ক কর্মকান্ডকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তাদের সচেতনতা তৈরী করবে যা সামগ্রিক পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। এ বছরও ১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ৩:০০টায় আবাহানী ক্রীড়াচক্র, স্টেডিয়াম চত্বর, খুলনায় (সার্কিট হাউজ সংলগ্ন) “টুটু স্মৃতি চিত্রাংকন প্রতিযোগীতা-২০১৫” এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগীতায় অংশগ্রহনের নিয়মাবলীঃ

০১. যে কোন বিদ্যালয়ে পড়ুয়া শিশু শ্রেণী থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ;
০২. পরিচয়পত্র সঙ্গে আনতে হবে, পরিচয়পত্র না থাকলে স্কুলের শিক্ষকদের দেয়া সনাক্তকরণপত্র;
০৩. প্রতিযোগীকে অবশ্যই রং, পেন্সিল ও আনুষাঙ্গিক উপকরণ সঙ্গে আনতে হবে;
০৪. সিডিপি শুধুমাত্র কাগজ সরবরাহ করবে;
০৫. বিকাল ২:৩০টার মধ্যে সকল প্রতিযোগীকে নিবন্ধন করতে হবে, এখানে কোন ফি প্রযোজ্য নয়।

পুরস্কার বিতরনীঃ

০১. ক্যাটাগরি অনুয়ায়ী প্রত্যেক গ্রুপের ৩ (তিন) জনকে পুরস্কার প্রদান করা হবে;
০২. প্রত্যেক গ্রুপ থেকে প্রথম ৩ (তিন)জনকে সনদপত্র প্রদান করা হবে;
০৩. সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে;
০৪. অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ বিচারক মন্ডলী দ্বারা বিচার কার্য পরিচালনা করা হবে।

 

আশরাফ-উল-আলম টুটু’র সংক্ষিপ্ত জীবনী (১৯৫৪-২০০৮)

Ashraf ul  Alam Tutuজীবন মাত্রই মৃত্যুর দিকে এগিয়ে চলা। ‘একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। কবির বানীকে তো অস্বীকার করবার উপায় বা সাহস কারোই নেই। মৃত্যু অনিবার্য জেনেও মন প্রবোধ মানে না। বোধকরি একারনেই কাছের কিংবা দুরের যাই হোক না কেন পরিচিত জনের অন্তিম যাত্রাকে সহজে মেনে নিতে মন সায় দেয় না কিছুতেই। আবার এমন কিছু মৃত্যু আছে যা হৃদয়কে বেদনার নীল দংশনে ক্ষত-বিক্ষত করে। সবার প্রিয় ও আমাদের শ্রদ্ধেয় আশরাফ-উল-আলম টুটু’র এই অবেলায় চলে যাওয়াকে কি কিছুতেই মেনে নেয়া যায় না!! “টুটু’র কর্মই তাকে মানুষের কাছে আজীবন বাচিয়ে রাখবে”।

Read More

Share this post

Submit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn